জাতীয়

অনুমোদন পায়নি সচিবালয় স্থানান্তর প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় নির্মাণ’ প্রকল্পটির অনুমোদন পায়নি। ফলে লুই আই কানের মূল নকশা ঠিক রেখে আবারও পরিকল্পনা প্রণয়নের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য মূল নকশাটি সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আজ (মঙ্গলবার) প্রকল্প উপস্থাপন করা হয়েছিলো নকশার অনুলিপি অনুযায়ী। কিন্তু সেটি ঠিক আছে কিনা তা আমাদের জানা নেই। তাই মূল নকশাটি সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। এরপরই আবার এই প্রকল্প নিয়ে আসা হবে।তবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের কারণে সরকার আপাতত সিদ্ধান্ত স্থগিত করল কিনা জানতে চাইলে তিনি বলেন, এমনটি নয়। মূল নকশা না দেখার আগে আমরা কিভাবে বলব, সেখানে জিয়ার করর ছিল কিনা।কামাল বলেন, এ প্রকল্পটি একনেকে অনুমোদন দেওয়া হয়নি। প্রকল্পটি পুনর্মূল্যায়নের জন্য সংশ্লিষ্টদের ফিরিয়ে দেওয়া হয়েছে।প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২০৯ কোটি। সব টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে মেটানো হবে।এসএ/আরএস

Advertisement