করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। জ্বালানি ও সংবাদপত্র এ ছুটির আওতার বাইরে থাকবে।
Advertisement
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সংশোধিত ছুটির প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (২ এপ্রিল) এ বিষয়টি জানানো হয়েছে।আগামী ৫ থেকে ১১ এপ্রিল সাতদিন ছুটি বাড়িয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।
প্রথম ধাপে (২৬ মার্চ থেকে ৪ এপ্রিল) ছুটির আদেশের মধ্যে এ দুটি বিষয়কে ছুটির আওতার বাইরে বলে উল্লেখ করা হয়নি।
বুধবার (১ এপ্রিল) বর্ধিত ছুটির আদেশে বলা হয়েছিল, জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে ছুটি প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।
Advertisement
প্রয়োজনে ওষুধ শিল্প, উৎপাদন ও রফতানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে। সেই আদেশ সংশোধন করে এখন আওতা বহির্ভূত হিসেবে জ্বালানি ও সংবাদপত্র যুক্ত করা হলো।
আরএমএম/এমএসএইচ/এমকেএইচ