জাতীয়

করোনা দুর্গতদের সাহায্য করুন জাগো নিউজের মাধ্যমে

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। এতে বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এর ভয়াবহতা বহন করতে যাচ্ছে আগামীর বিশ্ব। বাড়বে বেকারত্ব ও দরিদ্রতা। কর্মহীন হয়ে পড়বে অসংখ্য মানুষ।

Advertisement

বাংলাদেশের শ্রমজীবী মানুষ এখনই কর্মহীন হয়ে পড়েছে। তাদের তিনবেলা খাবার জোটানোই যেন দুঃসাধ্য হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও। এ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় জাগো নিউজ।

এমন শুভ উদ্যোগের সঙ্গী হতে পারেন আপনিও। আপনার সামান্য অনুদান এই কার্যক্রমকে গতিশীল করে তুলবে। অনুদানের অংশ সঠিক ব্যক্তির হাতে তুলে দেবে জাগো নিউজ।

Advertisement

এ প্রসঙ্গে জাগো নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, করোনাভাইরাস বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। খুব কষ্টে দিন কাটাচ্ছেন শ্রমজীবী মানুষ। সরকারিভাবে তাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। আমরাও এগিয়ে আসতে চাই।

তিনি বলেন, আমাদের এ উদ্যোগে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কেউ অনুদান পাঠাতে পারবেন। এ উদ্যোগে যে কেউ সাহায্যের জন্য আবেদন করতে পারবেন। অথবা ডটকম এর মাধ্যমে আমরা তাদের কাছে প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেয়ার চেষ্টা করব। এছাড়া আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরাসরি সাহায্য পাঠানোর চেষ্টা করব।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো পাঠক আমাদের এ উদ্যোগে সাড়া দেবেন বলে আশাকরি।

জাগো মানবতা শীর্ষক এই উদ্যোগে www.jagonews24.com/donation ওয়েবসাইটে বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ ও রকেট এর মাধ্যমে অনুদান দিতে পারবেন।

Advertisement

এতে সহযোগী হিসেবে রয়েছে আমার পে এবং অথবা ডটকম

এএ