ইতোমধ্যে বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাস করার পর সব শিক্ষার্থীই চায় কোনো একটি ভালো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে। এর ফলে ভালো সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে যে প্রতিযোগিতার সৃষ্টি হয় তাকে ভর্তি পরীক্ষা না বলে ভর্তিযুদ্ধ বলাই শ্রেয়। তবে এই ভর্তিযুদ্ধে অংশ না নিয়েও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন কিছু শিক্ষার্থী। সম্প্রতি প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষা ছাড়াই তাদের পছন্দমত বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।তিনি আরো বলেন, তাদের আবেদন করতে হবে না। ভর্তির সময় আমরা তাদের জন্য আলাদা একদিন সময় রাখব। যাদের এই যোগ্যতাগুলো থাকবে তারা ভর্তির সময় আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হতে পারবে।নারায়ণ সাহা বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অ ইউনিটের অধীনে আসন রয়েছে ৬১৩টি এবং ই ইউনিটের অধীনে আসন রয়েছে ৮৩৫টি।আব্দুল্লাহ আল মনসুর/এসএস/এমএস
Advertisement