গাজীপুরের কালিয়াকৈরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিাকৈর উপজেলার টানসূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।হতাহতরা সবাই লেগুনা যাত্রী। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বাউমান টালাবহ গ্রামের মৃত খঞ্জন আলীর ছেলে নূরুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সুফিয়া খাতুন (৩২), পাবনার ছাইতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলমীর হোসেন (৩০), টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই নাজিরপাড়া এলাকার অছিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০) ও গোড়াই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে সুমা আক্তার (২২)।আহতরা হলেন, রবিউল (২২), আশরাফুল (৩২) ও বকুল হোসেন (৩২)। আহত অন্যদের পরিচয় পাওয়া যায় নি।কালিয়াকৈর থানা ও হাইওয়ে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে টানসূত্রাপুর এলাকায় টাঙ্গাইলগামী ন্যাশনাল ট্রাভেলস পরিবহনের একটি বাস বিপরীতগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে লেগুনার ২ যাত্রী মারা যায় এবং অন্তত ৮ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো দুজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মারা যায় আরো একজন। হাইওয়ে পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনাকবলিত বাসটি ও লেগুনা আটক করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, আহতদের মধ্যে রবিউল ও আশরাফুলকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বকুল হোসেন এ হাসপাতালে ভর্তি রয়েছে।আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement