ভারতে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিন সেখানে মারা গেছেন অন্তত ছয়জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১।
Advertisement
ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৪। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৩ জন।
ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্র, ৩০২ জন। দ্বিতীয় কেরালায় আক্রান্তের সংখ্যা ২৪১। এরপর রয়েছে যথাক্রমে তামিলনাড়ু (২৩৪), দিল্লি (১৫২) ও উত্তর প্রদেশ (১০৩)।
মৃত্যুতেও শীর্ষে মহারাষ্ট্র। এপর্যন্ত রাজ্যটিতে করোনায় নয়জন মারা গেছেন। এরপর গুজরাটে মৃত্যু ছয়জনের। কর্ণাটক, মধ্য প্রদেশ, পঞ্জাব ও তেলঙ্গানায় মারা গেছেন তিনজন করে।
Advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, বুধবার পশ্চিমবঙ্গে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জন। সেখানে মারা গেছেন দু’জন। এছাড়া, হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ।
সূত্র: আনন্দবাজার পত্রিকাকেএএ/