সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বাইগুনি এলাকার তিন যুবকের উদ্যোগে ৭৫টি অসহায় পরিবার পেল খাদ্যসামগ্রী। বুধবার বিকেল ৪টায় বাইগুনি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
Advertisement
বাইগুনি গ্রামের অমিত কুমার, রুপায়ন হাজরা, মিথুন মোড়ল এলাকার বিত্তশালীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ছয় কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি আলু, একটি সাবান ও একটি মাস্ক।
বাইগুনি গ্রামের অমিত কুমার বলেন, বাইরে বের হতে না পেরে এলাকার খেটে খাওয়া মানুষের বাড়িতে খাবার নেই। বর্তমানে তারা অসহায় হয়ে পড়েছেন। এদের তালিকা প্রস্তুত করে ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
তালার সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম বলেন, গ্রামের যুবকরাও করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য এগিয়ে এসেছেন। এমনিভাবে সমাজের সব বিত্তশালী মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। তবেই সবাই এগিয়ে এলে এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারব আমরা।
Advertisement
আকরামুল ইসলাম/এএম/এমএস