করোনাভাইরাসের প্রভাবে মুন্সিগঞ্জে অসহায় হয়ে পড়া বেদে পল্লীর এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উওরণ ফাউন্ডেশন।
Advertisement
বুধবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে ৫৫০ বেদে পরিবার ও সদরের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় ৪৫০ বেদে পল্লীতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুলিশের আয়োজনে উত্তরণ ফাউন্ডেশনের বাস্তবায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু , ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেনের সভাপতিত্বে স্থানীয় বেদেদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
Advertisement
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জিহাদ উল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলম।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ