দেশজুড়ে

করোনা আতঙ্ক ছড়িয়ে চালের দাম বাড়িয়ে দেয়ায় ৪ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। এই সুযোগে অতিরিক্ত চাল মজুত করে দাম বাড়িয়ে দিয়েছেন চাতাল মালিকরা। একই সঙ্গে বাজারে বেশি দামে চাল বিক্রি করছেন তারা।

Advertisement

এ অবস্থায় বুধবার (০১ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চারটি চাতাল মিলে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় চালের দাম বাড়িয়ে দেয়ার দায়ে চারটি চাতাল মালিককে এক লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩-এর কোম্পারি কমান্ডার আবু নাঈম মো. তালাত।

বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার বলেন, করোনার সুযোগে মজুত করে চালের দাম অধিকহারে বৃদ্ধির দায়ে সৌরফ অটো রাইস মিল, শুভেচ্ছা রাইস মিল, পপুলার ও মেসার্স বাংলা এগ্রো অটো রাইস মিলকে এক লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস

Advertisement