দেশজুড়ে

১৫০টি হতদরিদ্র পরিবারে খাবার দিল ‘পারি ফাউন্ডেশন’

করোনাভাইরাস প্রতিবোধে বাড়িতে থাকায় ১৫০টি দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে খাবার তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পারি ফাউন্ডেশন’।

Advertisement

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরার ১২ নম্বর বস্তিতে অসহায় পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনটি। খাদ্য তালিকায় রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, পেঁয়াজ, রসুন, তৈল, লবনসহ আরও বেশকিছু জিনিসপত্র।

এ সময় উপস্থিত ছিলেন, পারি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহিরুল তালুকদার সোহেল, দপ্তর সম্পাদক সাজিদ মুন, সহ-সাধারণ সম্পাদক ওয়াসিম খান, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ পারভেজ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক উর্মি, আতিক, অন্তরা, জাকির, কামরুল ফুয়াদসহ অনেক সদস্য।

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি আবু তালেব জাগো নিউজকে বলেন, সারাদেশে লকডাউনের কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষগুলো। ১৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে কার্যক্রম শুরু করলাম। ইচ্ছে আছে এভাবে এক হাজার পরিবারের পাশে দাঁড়ানোর।

Advertisement

এমএএস/এমকেএইচ