দেশজুড়ে

আশুগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নুরুল আমিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বগৈর ও খড়িয়াল গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন উপজেলার বগৈর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। তাদের আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন, ফয়সাল (১৮), আল-আমিন (১৫), আবুল কালাম আজাদ (৪২), দানু মিয়া ভূঁইয়া (৫৫), আবু বকর (১৮), মোখলেস মিয়া (৫৫), মোমিন (২২), সালমান (২৫), ইয়াকুব (২৪), এমদাদ (১৫), রাকিব (২৫), নাদিম (২২), আফজাল (২২), মোজাম্মেল (২৭) ও আবদুর রউফ (৩৪)। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে বগৈর গ্রামের নাহরিন নামের এক নারী পার্শ্ববর্তী খড়িয়ালা গ্রামের আবু তালেবের কাছে তার পাওনা টাকা চাইতে গেলে বাক-বিতণ্ডা হয়। পরে ওই নারী বাড়িতে এসে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে সোমবার বিকেলে বগৈর গ্রামের লোকজনের সঙ্গে খড়িয়ালা গ্রামের লোকজনদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই বগৈর গ্রামের বাসিন্দা নুরুল আমিন মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের মোতায়েন রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস

Advertisement