করোনাভাইরাস মোকাবিলায় কিশোরগঞ্জের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
Advertisement
বুধবার (০১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের হাতে এসব পিপিই তুলে দেন রাষ্ট্রপতির ছেলে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন।
রাষ্ট্রপতির পাঠানো উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ৫০০ পিস হ্যান্ড গ্লাভস, ৫০০ পিস মাস্ক, ৩০০ হ্যান্ড স্যানিটাইজার, ১০০ পিস পিপিই, ৩০০ পিস শু-কভার, ২০০ পিস গগলস, ৬০ পিস হেক্সিসল ও দুই পিস থার্মোমিটার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক।
Advertisement
স্বাস্থ্য সুরক্ষার এসব সামগ্রী সিভিল সার্জনের হাতে তুলে দেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক। রাষ্ট্রপতির উপহার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন সিভিল সার্জন।
নূর মোহাম্মদ/এএম/এমএস