প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার পর কয়েকদিন ক্লাবের গোলরক্ষক কোচের কাছে অনুশীলন করেছিলেন জাতীয় দলের ও শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। বসুন্ধরা আবাসিক এলাকায় তার ক্লাবের পার্কিংয়ের যে খোলা জায়গায় হতো এই অনুশীলন, সেটা এখন বন্ধ। তাই তো বাসায় একা একা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজের মাধ্যমেই নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছেন জাতীয় দলের প্রধান এ গোলরক্ষক।
Advertisement
তবে সময় পেলে বল নিয়েও নেমে পড়েন আশরাফুল রানা। তার খেলার সঙ্গী ছেলে ও মেয়ে। বাংলাদেশ গ্রামার স্কুল অ্যান্ড কলেজে ইংলিশ মিডিয়ামে পড়ে তার ছেলে রওবায়েত হাসিফ। বাসার ছাদে ৭ বছরের এই ছেলে পেনাল্টি নেয় এবং তা ঠেকান রানা। দুই বছরের কন্যা রায়াও যোগ দেয় তাদের সঙ্গে। এভাবেই করোনা ভাইরাসের সময়টা পার করছেন দেশের এ সময়ের সেরা গোলরক্ষক।
হোম কোয়ারেন্টনাইনে আর কিভাবে সময় কাটছে? ‘এভাবে তো সময় কাটানো সম্ভব নয়। ছেলে-মেয়ের সঙ্গে খেলা করি। মাঝে মধ্যে স্ত্রীর কাজে সহায়তা করি (হাসি)। সকাল-বিকেলে ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করি। আর ছাদে উঠে ছেলে-মেয়েদের সঙ্গে বল নিয়ে নেমে পড়ি। ওরাই এখন আমার অনুশীলনের সঙ্গী’-বলেন আশরাফুল রানা।
রানার বাসার পাশেই জিমের একটা ব্যবস্থা ছিল। করোনার কারণে সেটা এখন বন্ধ। তাই জাতীয় দলের কোচ জেমি ডে’র নির্দেশনা মেনে ফিটনেস ধরে রাখতে বিকল্প সব কিছু করতে হচ্ছে ফুটবলারদের।
Advertisement
আরআই/আইএইচএস/