জাতীয়

ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃত্যু, ছিল জ্বর-সর্দি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দু’জন মারা গেছেন। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের (৩২)।

Advertisement

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ।

তিনি জাগো নিউজকে বলেন, ‘তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে তারা মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’

ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজন মারা যায়। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

Advertisement

তাদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসলেই তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে। রিপোর্টে নেগেটিভ আসলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দাফন করা হবে।

জেইউ/এফআর/এমকেএইচ