জাতীয়

টোলারবাগের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউন হওয়ায় গৃহবন্দী ঢাকার মিরপুর টোলারবাগের নিম্নবিত্ত-দরিদ্র মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেছে তৌহিদ ফাউন্ডেশন।

Advertisement

বুধবার (১ এপ্রিল) দুপুরে টোলারবাগে তৌহিদ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় থেকে এই বিতরণ কার্যক্রম শুরু করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌহিদুল ইসলাম।

শুরুতে কার্যালয়ের সামনে উপস্থিত কিছু পরিবারের সদস্যদের হাতে এ সব সামগ্রী তুলে দেয়া হয়। করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে এখানে অল্পসংখ্যক পরিবারকে কার্ড দিয়ে হাজির করা হয়। এরপর সবার বাড়িতে গিয়ে কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে তৌহিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদ জানিয়েছেন, লকডাউনে নিম্নবিত্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। আগামী রমজান মাস পর্যন্ত টোলারবাগের অন্তত তিন হাজার পরিবারকে এরকম খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে সংগঠনের পক্ষ থেকে। খাদ্য সামগ্রী বিতরণের সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদ ও অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাইয়াজ জিবরান।

Advertisement

রাজধানী মিরপুরের টোলারবাগের একটি ভবনে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে বলে সেখানে লকডাউন ঘোষণা করা হয়। এতে সেখানে আটকা পড়েন অনেকগুলো পরিবার। যার মধ্যে নিম্ন আয়ের মানুষেরাও রয়েছেন।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে ৫৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ২৬ জন সুস্থ হয়েছেন।

এফএইচ/এফআর/এমএস

Advertisement