সাভারে বিভিন্ন শ্রেণিপেশার ৫০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকা জেলা পুলিশ। বুধবার সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Advertisement
এ সময় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার বলেন, ঢাকা জেলার নিম্নআয়ের খেটে খাওয়া সব মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার স্বপ্ন ছিল আমাদের। কিন্তু আমাদের সাধ্য সীমিত। তাই খুঁজে খুঁজে দরিদ্রদের সহায়তা দিচ্ছি আমরা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, করোনাভাইরাস মহামারি। পৃথিবীর বহু দেশ আজ বিপর্যস্ত। বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই মহামারি থেকে নিজেদের রক্ষার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই আমি সবাইকে অনুরোধ করব; আপনারা ঘরে অবস্থান করুন, পরিবারকে সময় দিন। পরিবারকে, সমাজকে, দেশকে এই মহামারি ভাইরাস থেকে রক্ষা করুন।
খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তাহমিদুল ইসলাম, সাভার মডেল থানা পুলিশের ওসি এএফএম সায়েদ, আশুলিয়া থানা পুলিশের ওসি মো. রিজাউল হক দীপু প্রমুখ।
Advertisement
আল-মামুন/এএম/পিআর