রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় গ্রেফতার পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাঁচজনের মধ্যে রিয়াজ ও সুমন সাবালক হওয়ায় তাদের কারাগারে পাঠানো হয়। অপরদিকে হাসান, শাকিল ও হাসানকে গাজীপুরের কিশার সংশোধানাগারে পাঠানো হয়।
সোমবার দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারদের নাম- মো. হাসান (১৭), মো. শাকিল হোসেন (১৬), মো. হাসান (১৫), মো. রিয়াজ (১৮), মো. সুমন (২৬)।
Advertisement
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোহাম্মদপুরের লাউতলা বস্তি ও পার্শ্ববর্তী বোর্ডগার্ডের বরকত মিয়ার বস্তিতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাত সোয়া ৭টার দিকে চাঁদ উদ্যানের লাউতলা বস্তির ৬ নম্বর রোডের হাক্কাগুড়ায় দুই পক্ষের ৩০ থেকে ৩৫ জন দা, রামদা, চাপাতি, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান করে এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’
‘তাৎক্ষণিক র্যাব-২ এর একটি টিম সেখানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের ঘেরাও করলে অনেকে পালিয়ে যায়। তখন পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ধারালো দা, দুটি রামদা, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে মামলা করে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে।’
জেএ/এমএসএইচ/পিআর
Advertisement