জাতীয়

শত্রুতার জেরে ফেসবুক আইডি হ্যাক, করোনা নিয়ে গুজব ছড়িয়ে ধরা

করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব সৃষ্টির অভিযোগে এক হ্যাকারকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ।

Advertisement

গ্রেফতার হ্যাকারের নাম মো. নাইমুর রহমান নাইম। তার মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করেছে সাইবার পুলিশ সেন্টার। জব্দ ডিভাইস থেকে অপরাধের বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে বুধবার (৩১ মার্চ) কদমতলী থানায় একটি মামলা করা হয়েছে।

সিআইডির সাইবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম জানান, গত ২৯ মার্চ সাইবার মনিটরিং টিম একটি বিভ্রান্তিকর পোস্ট শনাক্ত করে। জনৈক একজন তথ্যদাতা আমাদের পেজে নক করে একটি ফেসবুক লিংক শেয়ার করেন। সেই লিংকে গেলে নিম্নোক্ত পোস্ট পাওয়া যায় যা প্রচুর পরিমাণে লাইক ও শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়। পোস্টে লেখা ছিল, ‘এইমাত্র জানা গেল আমাদের শনির আখড়ায় ও সাইনবোর্ড এলাকায় ২৭ জন মারা গেছে করোনাভাইরাসে। আপনারা সবাই সতর্ক হন নিজে জানুন অন্যকে জানাতে সাহায্য করুন শেয়ার করে তথ্যটি সবার কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের রক্ষা করুন।’

এ তথ্য পাওয়ার পরই তদন্তে নামে সাইবার পুলিশের একটি বিশেষ টিম। প্রযুক্তিগত সহায়তায় সেই পোস্টকারী নাইমুর রহমানকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

জিজ্ঞাসাবাদে নাইম জানায়, তিনি আইডিটি হ্যাক করেছে। আইডির আসল মালিক তার এক সময়ের বন্ধু ছিল। পরবর্তীতে তাদের ভেতরে বাদানুবাদের একপর্যায়ে সে নাইমকে মারধর করে। এরপর থেকেই নাইম প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজতে থাকে এবং গত ২৩ মার্চ নাইম ওই আইডি হ্যাক করতে সক্ষম হয়।

গত ২৯ মার্চ নাঈম বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে ওই বিভ্রান্তকর পোস্টটি করে। নাইম সেখানেই থামেনি। সে অন্য একটি ফেক আইডি তৈরি করে সেটা দিয়ে সাইবার পুলিশের পেজে এই পোস্ট সম্পর্কে তথ্য প্রদান করে, যাতে আইডির আসল মালিক গ্রেফতার হয়ে যায়।

হ্যাকার নাইমুর রহমানের মোবাইলসহ বিভিন্ন ডিভাইস জব্দ করেছে সাইবার পুলিশ সেন্টার। সে একজন কন্ট্রাক্ট হ্যাকার। টাকার বিনিময়ে এর আগেও সে ফেসবুক হ্যাকিংয়ের কাজ করেছে। তার ডিভাইস থেকে ইতোমধ্যে অপরাধের বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল ইসলাম বলেন, সোশ্যাল ও অনলাইনের যেকোনো ধরনের গুজবসহ সাইবার অপরাধের তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমাদের সাথে যোগাযোগের জন্য নিম্নোক্ত মাধ্যম ব্যবহার করতে পারেন। আমাদের ফেসবুক পেজ-www.facebook.com/cpccidbdpoliceআমাদের ফোন ২৪/৭ কন্টাক্ট নম্বর- +৮৮০১৭৩০-৩৩৬৪৩১১

Advertisement

জেইউ/এমএসএইচ/পিআর