করোনাভাইরাস আতঙ্কে এবার বাংলাদেশ ছাড়ছেন জাপানি নাগরিকরা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশে অবস্থানরত প্রায় ৩২৫ জন জাপানি কূটনীতিক ও নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
Advertisement
সকাল ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বলে বুধবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (ক্যাব)।
জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ।
এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিল।
Advertisement
২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন।
২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৫৪ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ জনের। এ ভাইরাসে আক্রান্ত ২৬ জন সুস্থ হয়েছেন। তবে দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাসের আতঙ্কে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও নাগরিকরা ঢাকা ত্যাগ করেন।
জেপি/এফআর/পিআর
Advertisement