দেশজুড়ে

কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারামারি, আহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে হোম কোয়ারেন্টাইনে থাকা নিয়ে মারামারিতে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

আহতদের মধ্যে রাজিয়া সুলতানাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মধুগঞ্জ বাজারের ঢাকালেপাড়া এলাকায় গৃহবধূ রাজিয়া সুলতানার মেয়ে-জামাই কয়েকদিন আগে ঢাকা থেকে এসেছেন। এর আগে এলাকাবাসী তাদের বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা বাইরে ঘোরাঘুরি করতে থাকেন। একপর্যায়ে সকালে গৃহবধূ রাজিয়াকে তাদের মেয়ে ও জামাইকে বাইরে বের না হওয়ার কথা বলেন প্রতিবেশী এক নারী। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশীদের সঙ্গে তাদের মারামারি শুরু হয়। এ সময় চারজন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর

Advertisement