প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক প্রবাসী বাংলাদেশি। সোমবার বিকেলে তার স্ত্রী পুত্রসন্তান জন্ম দিয়েছেন। সিঙ্গাপুরের পত্রিকা দ্য স্ট্রেটস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
Advertisement
দেশটির মাইগ্র্যান্ট ওয়ার্কারস সেন্টার (এমডব্লিউসি) জানিয়েছে, বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।
৩৯ বছর বয়সী এই বাংলাদেশি পেশায় একজন নির্মাণ শ্রমিক। তবে বাবা হওয়ার এই সুখবরটি তিনি এখনও জানেন না বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
দুই মাস আগে করোনাভাইরাস ধরা পড়ে ওই ব্যক্তির এবং তিনি ছিলেন সিঙ্গাপুরের ৪২তম করোনা আক্রান্ত ব্যক্তি। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
Advertisement
এমডব্লিউসি জানিয়েছে, তিনি এখনও বাবা হওয়ার খবর জানতে না পারলেও প্রসবের একদিন আগে ভিডিও কলে তার সঙ্গে কথা বলে তার স্ত্রী।
ফেসবুকে একটি পোস্ট দিয়ে মঙ্গলবার এমডব্লিউসি জানিয়েছে, ‘তার অবস্থা এখনও সংকটাপন্ন, কিন্তু আমরা আশা ছাড়ছি না। আপনারা সবাই তার জন্য প্রার্থনা করুন।’
স্ট্রেটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সরকারি একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। তাকে আইসিইউতে রাখা হয়েছে।’
বাংলাদেশ হাইকমিশন এর আগে জানিয়েছিল, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার আগে ওই শ্রমিক শ্বাসযন্ত্রে সংক্রমণ, কিডনি জটিলতা ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
Advertisement
দ্য স্ট্রেটস টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ওই প্রবাসীর স্ত্রী জানান, তাদের বিয়ে হয়েছে দুই বছর আগে। সর্বশেষ স্বামীর সঙ্গে দেখা হয়েছিল গত বছরের জুনে। সোমবার জন্ম নেয়া ওই শিশুটি এই দম্পতির প্রথম সন্তান।
বাংলাদেশি ওই ব্যক্তি সিঙ্গাপুরের সেলেটার অ্যারোস্পেস হাইটসে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তিনি এক দশক আগে দেশটিতে পাড়ি জমান এবং তিনি সিঙ্গাপুরের বাংলাদেশি পাঁচ নির্মাণ শ্রমিকের সেই ব্যক্তি যিনি তাদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হন। বাকি চারজন সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এসআর/এমএস