আন্তর্জাতিক

করোনা পরীক্ষার গতি বাড়াচ্ছে ব্রিটেন, দিনে ২৫ হাজার

চলতি মাসের মাঝের দিকে দিনে গড়ে ২৫ হাজারের বেশি মানুষের করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাজ্য। বর্তমানে দেশটিতে একদিনে করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে ১২ হাজার ৭৫০ জনের। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা বৃদ্ধ করা হবে বলে স্কাই নিউজকে জানিয়েছেন দেশটির গৃহায়ণ মন্ত্রী রবার্ট জেনরিক।

Advertisement

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, হাসপাতালে রোগীর পাশাপাশি মেডিক্যাল কর্মীদেরও করোনা পরীক্ষা শুরু করেছে ব্রিটেন। কিন্তু সমালোচকরা বলছেন, দেশটিতে পর্যাপ্ত পরিমাণে করোনা পরীক্ষা করা হচ্ছে না।

জেনরিক বলেন, সোমবার ব্রিটেনে ৮ হাজার ২৪০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত সপ্তাহের শেষের দিকে ৯ শতাধিক স্বাস্থ্যকর্মীর করোনা পরীক্ষা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে আমাদের দিনে ১২ হাজার ৭৫০ জনের করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। আমরা গুরুতর পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষার সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছি।

Advertisement

ব্রিটিশ এই মন্ত্রী বলেন, আমরা মনে করি, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বর্তমান ১২ হাজার ৭৫০ জনের পরীক্ষার সক্ষমতাকে বাড়িয়ে ১৫ হাজারে নিতে পারবো। এটি উল্লেখযোগ্য পরিমাণে হলেও আমাদের যেরকম পরীক্ষা করা দরকার তেমন নয়। তবে এপ্রিলের মাঝের দিকে এই সংখ্যা বেড়ে ২৫ হাজারে পৌঁছাবে বলে প্রত্যাশা করছি।

এদিকে, যুক্তরাজ্যে মঙ্গলবার নতুন করে ৩৯৩ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস; যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ হারালেন মোট এক হাজার ৭৮৯ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৫০ জন।

এসআইএস/এমকেএইচ

Advertisement