প্রবাস

কানাডায় ‘করোনায় আক্রান্ত’ কয়েকজন বাংলাদেশি

কানাডায় কয়েকজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। এদের মধ্যে একাধিক ব্যক্তি হাসপাতালেও রয়েছেন। তবে অনেকেই নাম প্রকাশ করতে চাইছেন না।

Advertisement

দেশটির টরন্টো ও মন্ট্রিয়ল শহরে এবং ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে বসবাসরত ওই বাংলাদেশিরা আক্রান্ত হয়েছেন বলে সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে।

একটি সূত্র জানায়, টরন্টোর বাঙালি কমিউনিটির একজন পরিচিতমুখ স্থানীয় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

জানা গেছে, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক এক সভাপতি অসুস্থ হয়ে পড়েছেন। তবে আছেন বাসায়। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। মন্ট্রিয়লে আক্রান্ত হয়েছেন নোয়াখালীর এক দম্পতি। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

অন্যদিকে ব্রিটিশ কলম্বিয়ায় বসবাসরত দুই পরিবারের তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই দুই পরিবার এখন আইসোলেশনে রয়েছে।

সবশেষ হিসাব মতে, কানাডায় করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬১২ জন। এদের মধ্যে ১০১ জনের মৃত্যু হয়েছে।

এইচএ/জেআইএম

Advertisement