সরকারি অনার্স-মাস্টার্স এবং ডিগ্রি কলেজের অধ্যক্ষ হতে পারবেন না শিক্ষকরা। নতুন পে-স্কেলে নির্দেশিত গ্রেড বিন্যাসের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে অন্য ক্যাডারের কর্মকর্তারা বসতে যাচ্ছেন। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।ওই কর্মকর্তা বলেন, অষ্টম পে-স্কেলে শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ ধাপ ‘অধ্যাপক’ পদ ৪র্থ গ্রেডে নামিয়ে আনা হয়েছে। অথচ ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদ তৃতীয় গ্রেডের। গ্রেড পার্থক্যের কারণে একজন অধ্যাপক, অধ্যক্ষ পদে যেতে পারবেন না। সরকার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিল করায় চতুর্থ গ্রেডের অধ্যাপকের পক্ষে তৃতীয় বা তদূর্ধ্ব পদে যাওয়া সম্ভব নয়। শিক্ষা প্রশাসনে সর্বোচ্চ উপ-পরিচালক হতে পারবেন শিক্ষকরা। উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল তাদের দাবি-দাওয়া নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা ৩ পৃষ্ঠার প্রস্তাব ও দাবিসংবলিত স্মারকলিপি দেন।জেডএইচ/এআরএস/এমএস
Advertisement