দেশজুড়ে

সাতদিন জ্বরে ভুগলেও নেয়া হয়নি হাসপাতালে, নারীর মৃত্যু

জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে মারা যান তিনি। গত সাতদিন ধরে ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

Advertisement

ওই নারীর স্বামী জানান, ২৭ মার্চ রাতে তার স্ত্রীর বমি শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত একটানা বমি করতে থাকে। এছাড়া তার জ্বর, সর্দি ও কাশি ছিল। শনিবার দুপুরের দিকে তাকে তার বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানকার স্থানীয় চিকিৎসক রুহুল আমিনের দেয়া ব্যবস্থাপত্রের ওষুধে তার জ্বর ও শ্বাসকষ্ট কমে যায়। তবে বুকে ব্যথা থাকলেও কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি।

অন্যদিকে ওই নারীর বাবা জানান, মঙ্গলবার রাতে তার বমি ও বুকে ব্যথা শুরু হয়। অসুস্থ হয়ে পড়লে গায়ে পানি ঢালা হয়। এক পর্যায়ে শরীর ঠান্ডা হয়ে ভোরে তিনি মারা যান।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার বলেন, ওই নারী মারা যাওয়ার পর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এসেছিলেন। তাদের অনুমতিক্রমে বুধবার দুপুর ১২টার দিকে মরদেহটি দাফন করা হয়েছে।

Advertisement

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, তিনি বুকে ব্যথার কারণে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তার নমুনাও সংগ্রহ করা হয়নি। করোনা উপসর্গ না থাকায় মরদেহটি দাফনের জন্য বলা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/জেআইএম