করোনাভাইরাস প্রতিরোধে সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করেছে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি।
Advertisement
গত মঙ্গলবার (৩১ মার্চ) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীরের কার্যালয়ে তার হাতে ১২০০ পিস সার্জিক্যাল মাস্ক ও ১২০০ সাবান হস্তান্তর করা হয়।
উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নআয়ের মানুষের মাঝে এ সামগ্রী বিতরণের জন্য ইউএনওকে অনুরোধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম শাহজাহান চৌধুরী, সাংবাদিক সিহাব উদ্দীন শিবলী প্রমুখ।
Advertisement
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির দফতর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মিঠুন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল আলীম, সদস্য মো. আবু বকর, মো. আব্দুল আলী, মো. নাজিবুল্লাহ ইসলাম, মো. সোহেল রানা। এসময় সমিতির সভাপতি ডা. এজেডএম মাইদুল ইসলাম স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ফোনে কথা বলেন।
করোনাভাইরাস মোকাবেলায় এমন মহতি উদ্যোগ নিয়ে শিবগঞ্জ উপজেলার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর প্রশংসা করেন কল্যাণ সমিতির।
তিনি ভবিষ্যতেও উপজেলার কল্যাণে এভাবে কাজ করার আহ্বান জানান এবং সমিতির কাজে যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এইচএ/পিআর
Advertisement