মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে একজন ভর্তি হওয়ায় করোনা সন্দেহে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়েছে রোগীরা। এমনকি কর্তব্যরত সেবিকারাও ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে সেবা দিতে ভয় পাচ্ছেন।
Advertisement
মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, রোগীটি করোনায় আক্রান্ত কিনা তা নির্ণয় করতে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর।
জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গাড়াডোব গ্রামের মধ্যবয়সী একজন ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ওয়ার্ডের ভর্তিকৃত অন্যান্য রোগীরা হাসপাতাল ছেড়ে চলে গেছেন। ওই রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে।
এ ঘটনায় সেবিকারাও আতঙ্কে রয়েছেন। পিপিই না থাকায় রোগীর কাছে যেতে ভয় পাচ্ছেন তারা। রোগীকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান রোগীর স্বজনরা।
Advertisement
মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট, ঠান্ডা, জ্বর ও কাশি নিয়ে এক রোগী হাসপাতালে ভর্তি হন। হাসাপাতাল থেকে আইইডিসিআরয়ে যোগাযোগ করেছি। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি না?
আসিফ ইকবাল/এফএ/পিআর