ব্যক্তিত্বসভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববোধ। – বিষ্ণু দেমানুষের ব্যক্তিত্ব ফুলের সৌরভের মতো।– চার্লস এম. স্কয়ারসবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।– মার্ক টোয়েনদারিদ্র্যকে যে মাথা পেতে গ্রহণ করে, সে ব্যক্তিত্বহীন পুরুষ।– লং ফেলোমধুর ব্যবহার লাভ করতে হলে মাধুর্যময় ব্যক্তিত্বের সংস্পর্শে আসতে হয়।– উইলিয়াম উইন্টারবচনএকঘর পাপেচল্লিশঘর শাপে।অর্থ: এক পরিবারের পাপকার্য পার্শ্বববর্তী পরিবারসমূহেও সংক্রমিত হয়। যথাসময়ে তা দমন না করলে সবার ওপর অভিশাপ আসে- এ কথা বোঝাতে বলা হয়।এসইউ/এইচআর/এমএস
Advertisement