পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারের বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে তিন হাজার ২শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও চার লাখ ৭২ হাজার ২শ মিটার অবধৈ কারেন্ট জাল জব্দ করেছে বরিশাল র্যাব-৮।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর স্কট কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন হাওলাদার ও ডিএডি মো. কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল দিনব্যাপি এ অভিযান পরিচালনা করে।পরে বিকেলে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুচের উপস্থিতিতে এসব দোকানিদের কাছ থেকে বিভিন্ন অংকে ২৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ইমরুল পাশা, মো. আলী আজম, সাইদুর রহমান, মাহিম, জাহাঙ্গীর আলম। এদের মধ্যে দু’জনকে পরিবেশ আইনের ৬(ক)১ ধারায় এবং তিনজন কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০এর ৪(ক) ধারায় জরিমানা আদায় করা হয়।হাসান মামুন/বিএ
Advertisement