জাতীয়

বিএসএমএমইউকে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দিল বীকন ফার্মা

করোনা বিস্তাররোধে চিকিৎসকদের সুরক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) পিপিই এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে বীকন ফার্মসিউটিক্যাল।

Advertisement

মঙ্গলবার (৩১ মার্চ) বিএসএমএমইউ লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের (স্বপ্নীল) কাছে এসব হস্তান্তর করা হয়।

এ সময়ে বীকন ফার্মসিউটিক্যাল কোম্পানির পক্ষে উপস্থিত ছিলেন- বায়োটেক ও অঙ্কোলজি ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হাসান পল্লব এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সুনান বিন ইসলাম, দেবাশিস সাহা ও কাজি খান সৈকত।

অপরদিকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে অধ্যাপক স্বপ্নীলের কাছে হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেক আহমেদ সৈকত।

Advertisement

পরে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) তার লিভার বিভাগের চিকিৎসক এবং নার্সদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লোভস বিতরণ করেন।

বিতরণকালে তিনি বলেন, সারাবিশ্বের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা পিপিই সংকটে ভুগছে। বিভিন্ন কোম্পানি এবং সংগঠনগুলো এভাবে এগিয়ে আসলে সংকট নিরসন সম্ভব। তিনি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

এইচআর/বিএ

Advertisement