গরমকাল আসলেই করোনাভাইরাস চলে যাবে, আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এধরনের পোস্ট দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন এ কথা, অনেক চিকিৎসকের মতামতও একই। কিন্তু, বিষয়টা কি আসলেই সত্য? সত্যিই কি গরমকাল আসলে বা শুষ্ক আবহাওয়ায় করোনাভাইরাস মারা যায়?
Advertisement
সম্প্রতি এ তথ্যের সত্যতা যাচাইয়ে নেমেছিল মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-২। তাদের অনুসন্ধানে দেখা গেছে, এখন পর্যন্ত এ দাবির পক্ষে কোনও সুনির্দিষ্ট প্রমাণ নেই।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং স্ট্যানফোর্ড হেলথ কেয়ারের মতে, নভেল করোনাভাইরাস যেকোনও আবহাওয়াতেই ছড়াতে পারে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে উষ্ণ আবহাওয়াতেই এর বিস্তার ঘটছে। সুতরাং, গরমে করোনা মারা যাওয়ার খবর এখন পর্যন্ত কল্পনামাত্র।
তবে, এ বিষয়ে এখনও গবেষণা চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। উদাহরণস্বরূপ, সিডিসি বলছে, ফ্লু জাতীয় ভাইরাস সাধারণত শীতের মাসগুলোতেই বেশি ছড়াতে দেখা যায়। তবে তার মানে এই না যে, গরমকালে কেউ তাতে আক্রান্ত হবে না। আর নভেল করোনাভাইরাসের এমন বৈশিষ্ট্য আছে কি না তা এখনও রহস্যাবৃত।
Advertisement
যদিও এমন সম্ভবনার কথা একেবারে উড়িয়েও দেয়া যাচ্ছে না। কারণ, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে, ২০০২-০৩ সালের সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসটি গ্রীষ্মপ্রধান দেশগুলোতে অপেক্ষাকৃত কম ছড়িয়েছিল। আর সার্সের সঙ্গে নভেল করোনাভাইরাসের যথেষ্ট মিল রয়েছে।
কিন্তু, উষ্ণ আবহাওয়ায় আসলেই করোনাভাইরাস মারা যায়, এমন সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো এখনও সুনির্দিষ্ট প্রমাণ আসেনি। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
কেএএ/
Advertisement