জাতীয়

ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেবেন অ্যালিসন ব্লেক। আগামী জানুয়ারিতে বর্তমান হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিসিক্ত হবেন এই কূটনীতিক। বর্তমানে তিনি পাকিস্তানে উপ-হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। সোমবার ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের ওয়েবসাইটে এ কথা জানানো হয়।ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের তথ্য অনুযায়ী, নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেকের স্বামী যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্নেল। অ্যালিসন ব্লেক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামাবাদে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।এর আগে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরের `কনফ্লিক্ট গ্রুপ`-এর প্রধান ছিলেন। ১৯৯৬ সালে ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ দফতরে যোগ দেয়ার পর থেকে তিনি ব্রাসেলস, ওয়াশিংটনে ব্রিটিশ মিশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।উল্লেখ্য, সাড়ে চার বছর ঢাকায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা গিবসন নতুন কর্মস্থলে যাচ্ছেন। বর্তমানে ঢাকায় দায়িত্বপালনরত কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে পুরনো।বিএ

Advertisement