করোনাভাইরাস প্রতিরোধে কুমিল্লা নগরীতে বড় এলইডি টিভিতে সচেতনতামূলক ভিডিও প্রচার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) নগরীর পূবালী চত্বর এলাকা থেকে দিনব্যাপী তারা করোনা সচেতনতায় বিভিন্ন নির্দেশনা সম্বলিত ভিডিও প্রচার শুরু করে।
Advertisement
পরে সেনা সদস্যরা নগরীর কাশারীপট্টি, বজ্রপুর, পুরাতন মৌলভীপাড়া এলাকায় সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা বেশ কয়েকজন প্রবাসীর বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এ সময় বিদেশ থেকে আসা প্রবাসীদের বিষয়ে আশপাশের মানুষের কাছ থেকে তথ্য নেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম।
এছাড়াও নগরজুড়ে টহল, সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ফার্মেসি ও দোকানপাটের সামনে তারা রঙ দিয়ে মার্ক করে দেন। কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্নেল মাহাবুব আলম বলেন, আমরা ডিজিটাল ভিডিও প্রচারণা শুরু করেছি। করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা দেয়া হচ্ছে। এছাড়াও সঠিকভাবে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এমন কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। এ সময় ১০ কেজি করে চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, তিন কেজি আলু, এক কেজি পেয়াঁজ ও তাজা সবজি তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি।
কামাল উদ্দিন/আরএআর/এমএস
Advertisement