করোনাভাইরাস পরিস্থিতিতে যেন সাংগঠনিক ‘কারফিউ’ ঘোষণা করেছে বিএনপি। ঘরে অবস্থান করছেন দলটির সিনিয়র নেতারা। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। জনগণকেও ঘরে অবস্থান করে সতর্কে থাকা এবং সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানাচ্ছেন তারা।
Advertisement
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলছিলেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।’ করোনা পরিস্থিতিতে বিএনপি নেতারা কী করছেন? জনসাধারণের উদ্দেশে তাদের বার্তা কী? জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ জাগো নিউজকে বলেন, ‘আমি ঢাকায় আছি, ঘরে আছি। করোনা রাজনীতির কোনো বিষয় নয়। ঘরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।’
স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ঘরে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি। আমিও ঘরে আছি।’
বিএনপির ভাইসচেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। সেদিকে সবাইকে নজর দিতে হবে। করোনার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
Advertisement
দলের যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি গোটা বিশ্ববাসীকে অসহায় করে ফেলেছে। সারাবিশ্বে প্রতিদিন এই ভাইরাসে অনেক মানুষ মারা যাচ্ছে। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, যেন এই মহামারি থেকে বিশ্ববাসী দ্রুত রক্ষা পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে চলতে সবার প্রতি আহ্বান জানাই।’
কেএইচ/জেডএ/পিআর