দেশজুড়ে

করোনার খাদ্যসামগ্রী বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় নয় : ডিসি হারুন

অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে কাউকে ছাড় দেব না বলে হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) হারুন অর রশীদ।

Advertisement

তিনি বলেন, করোনার দুর্যোগে খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের জন্য সরকার যে অনুদান দিয়েছে তার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। কর্মহীনদের অগ্রাধিকার দেয়া এবং সবার খাদ্য নিশ্চিত করা হবে। এজন্য জনপ্রতিনিধি, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তালিক তৈরি করবেন। তালিকা তৈরির পর ত্রাণসামগ্রী বিতরণ হবে। তবে বাছাই ও বিতরণে যদি কোনো ধরনের অনিয়ম হয় কাউকে ছাড় দেব না।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে করোনাভাইরাস রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডিসি হারুন অর রশীদ বলেন, করোনা দুর্যোগে জেলার তিনটি পৌরসভা ও ১১টি উপজেলার জন্য ১২৫ মেট্রিক টন চাল এবং পাঁচ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে তা বিতরণ করা হয়েছে এবং হচ্ছে। আরও ৪১৬ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৬০ হাজার টাকা জমা রয়েছে।

Advertisement

তিনি বলেন, বিদেশফেরত যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করেছেন ১৭টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ জনের এক লাখ ৩৭ হাজার ৭০০ টাকা, গণজমায়েতের অপরাধে ২৩টি ভ্রাম্যমাণ আদালতে ৬৬ জনের ৬১ হাজার ২০০ টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ১৫টি ভ্রাম্যমাণ আদালতে ২৫ জনের ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মুমিনুল হক ও সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল প্রমুখ।

আব্বাস আলী/এএম/পিআর

Advertisement