করোনাভাইরাস পরিস্থিতিতে শ্রমিকদের সমস্যার কথা চিন্তা করে বাসাভাড়ার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাসার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
Advertisement
মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসার মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে বাংলাদেশের রফতানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পের শ্রমিকরা সমস্যায় পড়েছেন। এ পরিস্থিতিতে শ্রমিক ভাইবোনদের সমস্যার কথা চিন্তা করে বাসা ভাড়ার বিষয়টা সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাসার মালিকদের প্রতি অনুরোধ করছি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাইবোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রফতানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি ।
Advertisement
এমইউএইচ/এমএসএইচ/এমকেএইচ