রাজনীতি

দলীয় প্রতীকে নির্বাচন : বিএনপির সিদ্ধান্ত খালেদা দেশে ফিরলে

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে আয়োজন করলে সেই নির্বাচনে বিএনপি অংশ নেবে কি-না তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে দলটি। সোমবার মন্ত্রিসভায় এ সংক্রান্ত আইন অনুমোদনের পর অবশ্য বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে তা বাতিলের দাবি জানিয়েছে। তবে এই আইনের অধীনে নির্বাচনে যাবে কি-না সেটি তাৎক্ষণিকভাবে সুরাহা হয়নি। তাছাড়া দলীয় চেয়ারপারসন দেশে না থাকায় বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো অবস্থান স্পষ্ট করতে পারছে না বড় এই রাজনৈতিক দলটি।তবে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এরকম আইন অনুমোদন দেয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছে বিএনপি। গত ৫ জানুয়ারির মতো এই নির্বাচনেও অংশগ্রহণের বিয়ষটি নিয়ে দলটির শীর্ষনেতারা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।বিএনপি সূত্রে জানা গেছে, আপাতত নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবে না দলটি। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসলে নির্বাচনের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বেগম জিয়া দেশে ফিরলে দলীয় সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডেকে হয়তো আলোচনা করবেন।এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, সরকার যখন চূড়ান্তভাবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দিয়ে করার সিদ্ধান্ত নেবে তখন বিএনপির তার সিদ্ধান্ত জানাবে। তিনি বলেন, দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে যে বক্তব্য তুলে ধরেছেন সেটাই বিএনপির বক্তব্য।জাগো নিউজকে সাবেক সেনাপ্রধান ও দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, এটা আলাপ-আলোচনার বিষয়। বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে বসে হয়তো সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হওয়া উচিত। সব প্রচেষ্টা হওয়া উচিত ছিল জাতীয় নির্বাচনকে ঘিরেই।এদিকে গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপির মধ্যেই একটি পক্ষ নির্বাচনে যাওয়ার বিষয়ে সমর্থন দিয়েছিল। পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণ না করা বড় ভুল ছিল বলেও দলটির মধ্যেই আলোচনা হয়।তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। এ লক্ষ্যে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন খালেদা জিয়া। পাশাপাশি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শও নেবেন তিনি।সূত্র বলছে, বিএনপি রাজনীতির মাঠ বিবেচনা করে এবং চুলচেড়া বিশ্লেষণ করে এবার পা ফেলতে চায়। তারা সাংগঠনিকভাবে প্রথম পর্যায়ে চাইবে আইনটি বাতিলের আন্দোলন জোড়দার করতে। কিন্তু তাতে না পেরে উঠলে মাঠ যদি নিজেদের অনুকূলে মনে করে তবে নির্বাচনে যাবে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দলটি।এমএম/বিএ

Advertisement