মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের দুই প্রবাসীকে জরিমানা করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াজুল আলমের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান মাসুদ জানান, এক প্রবাসী বাড়ি থেকে লাল পতাকা খুলে রেখেছেন আর অপরজন বাড়ি থেকে নিরুদ্দেশ। তাই তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে পরিবারকে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবার থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম
Advertisement