সাহিত্য

মানবিকতা

সিবগাতুর রহমান

Advertisement

দিনমজুর আর অসহায় যারাজোটে না দু’মুঠো ভাত,সময় এসেছে তাদের ’পরেবোলাতে প্রেমের হাত।

যাদের ঘামে আজকে আমরাকরছি সুখ বিলাস,চেয়ে দেখো ওই অনটনে তারমেটে না জল পিয়াস।

তাদের ঘামে তাদের শ্রমেআমরা তো আছি বেশ,চেয়ে দেখো তার ভুখা সন্তানকাটে না দুঃখ-ক্লেশ।

Advertisement

তারা যাচে না বিলাস বিভবআরাম আয়েশ বিত্ত,তারা চায় শুধু প্রেমের পরশতাতেই নাচে চিত্ত।

আজকের দিনে চল না সকলেতাদের পাশে যাই,একসাথে মোরা সকলে মিলেপ্রেমের হাত বাড়াই।

সকলের তরে প্রেম দিয়ে যাইঘৃণা কারো প্রতি নয়,ভালোবাসা দিয়ে সকল বাধাআমরা করবো জয়।

মানবতা আজ হুমকির মুখেহাহাকার সবখানে,ধর্মের বাণী আমাদের প্রাণেমধুর শান্তি আনে।

Advertisement

ভাই-ভাই হয়ে মিলেমিশে রবচল মোরা করি পণ,অপরের তরে নিবেদিত রবেআমাদের এ জীবন।

এসইউ/এমকেএইচ