খেলাধুলা

গাজীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও একই দিনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৫-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ট্রাইবেকারে গড়ায় এ ম্যাচ। ট্রাইবেকারে কালিয়াকৈরের সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়েছে শ্রীপুরের বেড়াইদের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই দিনে, একই ভেন্যুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালেও নির্ধারিত সময়ে গোল করতে পারেনি কোনো দল। ফলে ট্রাইবেকারে গড়ায় সে ম্যাচ। ট্রাইবেকারে শ্রীপুরের টেপিরবাড়ি দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়েছে কালিয়াকৈরের জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম আলম। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।                         মো. আমিনুল ইসলাম/আরটি/পিআর

Advertisement