অর্থনীতি

রাজস্ব ফাঁকি রোধে ভুটান-বাংলাদেশ বৈঠক

ভুটানের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার চুক্তি স্বাক্ষরের জন্য আলোচনা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল বাংলাদেশের পক্ষে এ সংক্রান্ত বৈঠক করেন। ধারাবাহিক এই বৈঠক চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করেছেন।বৈঠকে ভুটানের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম দফায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও প্রতিষ্ঠানটির সদস্য চৌধুরী আমির হোসেন, কর কমিশনার অপূর্ব কান্তি দাস, প্রথম সচিব খন্দকার খুরশিদ কামাল ও ভুটানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনবিআর সূত্রে জানা যায়, আধুনিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় রাজস্ব ফাঁকি রোধে দ্বৈত করারোপ পরিহার চুক্তি অত্যন্ত জোরালো ভূমিকা পালন করছে। বাংলাদেশ ইতিমধ্যে ৩২টি দেশের সঙ্গে এ ধরণের চুক্তি স্বাক্ষর করেছে। এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলংকা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, চীন, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করেছে এনবিআর।ইউরোপের যুক্তরাজ্য, সুইডেন, রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, পোল্যান্ড, তুরস্ক, সুইজারল্যান্ড ও বেলারুশের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়া আফ্রিকা মহাদেশের মধ্যে  মরিশাস এবং উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে চুক্তি করা হয়েছে।অন্যদিকে, এ ধরনের চুক্তি স্বাক্ষরের জন্য বেশ কয়েকটি দেশের সঙ্গে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মরোক্কো, বাহরাইন, কাতার, কুয়েত। চুক্তি করার জন্য প্রাথমিক আলোচনা সম্পন্ন করা হয়েছে আজারবাইজান, কিরগিজ রিপাবলিক, স্পেন, পর্তুগাল, মিশর, রাশিয়া, ইরান, হংকংয়ের সঙ্গে। বর্তমানে এ চুক্তি করার জন্য যোগাযোগ অব্যাহত আছে আলজেরিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইথিওপিয়া, ফিনল্যান্ড গ্রিস, জর্ডান, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, নেপাল, নাইজেরিয়া, ওমান, ইউক্রেন, সিসিলিস, দক্ষিণ আফ্রিকা ও উজবেকিস্তানের সঙ্গে। এদিকে সার্ক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে দ্বৈত করারোপ পরিহার চুক্তি করা হয়েছে। নেপালের সংঙ্গে চুক্তি করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে এনবিআর সূত্রে জানা যায়।এসআই/একে/পিআর

Advertisement