ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে কম-বেশি পরিচিত সব ক্রিকেটপ্রেমীই। বিখ্যাত অনেক ক্রিকেটার জন্ম নিয়েছেন এই ক্লাব থেকে। বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে ইংলিশ কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনের ঘর-বাড়িই হচ্ছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব।
Advertisement
বিশ্বব্যাপি মহামারিতে রূপ নেয়া করোনাভাইরাস এবার আঘাত হেনেছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবে। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ক্লাবের চেয়ারম্যান ডেভিড হগকিস। ৭১ বছর বয়সে এসে তিনি হেরে গেলেন করোনাভাইরাসের কাছে। ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে এ তথ্য।
ওল্ড ট্র্যাফোর্ডে (ল্যাঙ্কাশায়ারের হোম ভেন্যু) ক্রিকেট সংগঠক হিসেবে হগকিস দায়িত্ব পালন করছেন ২২ বছর ধরে। চেয়ারম্যান হওয়ার আগে তিনি দায়িত্ব পালন করেছেন ভাইস-চেয়ারম্যান এবং ট্রেজারার হিসেবে।
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরবর্তী বিস্তারিত ঘোষণা আসবে তার পরিবারের পক্ষ থেকে। তার আগে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ল্যাঙ্কাশায়ারের জন্য আজ গভীর এক কালোদিন। করোনায় আক্রান্ত হয়ে ক্লাবের চেয়ারম্যান ডেভিড হগকিস পরপারে পাড়ি জমালেন।’
Advertisement
ক্লাবরে সেই বিবৃতিতেই বলা হয়েছে, ‘ডেভিড দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন ক্লাবের হয়ে। বর্তমান চেয়ারম্যান পদের আগে তিনি ছিলেন ট্রেজারার (কোষাধ্যক্ষ) এবং ভাইস চেয়ারম্যান। সর্বশেষ হলেন চেয়ারম্যান। ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং ভালোবাসার মানুষ ছিলেন তিনি। পুরো ক্রিকেট বিশ্বেও তার ছিল দারুণ গ্রহণযোগ্যতা এবং প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে তার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইলো।’
আইএইচএস/