করোনা মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা ও জীবন বাঁচাতে এখন গৃহবন্দি মানুষ। তবে বাড়িতে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে গেছে খেটে খাওয়া মানুষের। চরম বিপাকে পড়েছেন এসব মানুষ।
Advertisement
এদিকে, প্রথম ধাপে সমাজের প্রকৃত অসহায় মানুষের মাঝে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তবে সেটি প্রয়োজনের তুলনায় সীমিত। জেলাব্যাপী ১১০০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তালা উপজেলায় সরকারি খাদ্যসামগ্রী দেয়া হয়েছে ১৫০ পরিবারকে। তালা উপজেলার বাসিন্দা রয়েছে প্রায় চার লাখ। এর মধ্যে অসহায় ও হতদরিদ্র মানুষের সংখ্যা অনেক।
রোববার ১৫০ অসহায় পরিবারকে খুঁজে খুঁজে সরকারি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো.ইকবাল হোসেন। খাদ্যসামগ্রী বিতরণের পর সোমবার উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুক পেজে অসহায় মানুষের জন্য সহযোগিতা চেয়ে স্ট্যাটাস দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার স্ট্যাটাসে লিখেছেন, উপজেলা ত্রাণ তহবিলে দান করুন। অসহায় মানুষের সেবায় এগিয়ে আসুন। দিন আনে দিন খায় এমন মানুষের জন্য দান করুন। স্বেচ্ছা অনুদান তহবিল। চলতি হিসাব নম্বর (1504-021000436) কৃষি ব্যাংক তালা শাখা, সাতক্ষীরা। বিকাশ নম্বর (01301829777) তালা সদরের মাঝিয়াড়া এলাকার প্রতিবন্ধী মির্জা বাচ্চু।
Advertisement
খোঁজ নিয়ে জানা যায়, ১৫ বছরের ছেলে মির্জা ইমনের চা বিক্রির টাকা দিয়ে চারজনের সংসার চলে। মাঝিয়াড়া বাজারের চায়ের দোকানটি এখন বন্ধ। ফুরিয়ে গেছে বাড়ির খাবার। বিপাকে পড়েছে পরিবারটি।
চা বিক্রেতা মির্জা ইমন বলেন, বাড়িতে চাল-তরকারি নেই। দোকানটি এখন বন্ধ। মা-বাবা ও ছোট ভাইকে নিয়ে এখন না খেয়ে থাকছি। কারও কাছে চাইলেও দিচ্ছে না। আমাদের মতো অভাবীদের সবারই অবস্থা এমন।
এদিকে, তালা উপজেলা নির্বাহী অফিসারের আহ্বানে সাড়া দিয়ে তালার শহীদ আলী আহমেদ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা জমানো টাকা তুলে দিয়েছেন ইউএনওর হাতে। ইতিপূর্বে সামজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ভারতের ভেলোর হাসপাতাল থেকে ক্যানসারে আক্রান্ত প্রভাকে নিজ তত্বাবধায়নে চিকিৎসাও করিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সমাজের হৃদয়বান মানুষদের সাহায্য কামনা করে তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, সরকারি বরাদ্দ যেটুকু পেয়েছিলাম সুষ্ঠভাবেই প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। নতুন করে আরও সাড়ে ৭ টন চাল ও ৫০ হাজার টাকা পেয়েছি। সেগুলোও বিতরণ করা হবে।
Advertisement
তিনি বলেন, তালা উপজেলায় অসহায় মানুষ অনেক। সরকারি সহযোগিতার সঙ্গে হৃদয়বান মানুষরা যদি বাড়তি কিছু দান করেন তবে সেই টাকা দিয়ে আরও বেশি পরিবার ও বেশি খাদ্যসামগ্রী দেয়া সম্ভব হবে। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমি নিষ্ঠার সঙ্গে বলতে পারি, হৃদয়বান মানুষদের দেয়া অর্থের যথার্থ ব্যবহার করব। এই পরিস্থিতিতে মানবিক হয়ে এগিয়ে আসুন।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম