ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেছেন, সরকার করোনাভাইরাস উপলক্ষে হাসপাতালে চিকিৎসাসেবায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। করোনা ছাড়া অন্য রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতাল-ক্লিনিকে ডাক্তার পাওয়া যাচ্ছে না, আবার ডাক্তাররা পিপিইয়ের অভাবে চেম্বারে বসছেন না। সরকার ডাক্তারদের জন্য পর্যাপ্ত পিপিইয়ের ব্যবস্থা না করায় হাসপাতাল ডাক্তার ও সেবকশূন্য হয়ে পড়েছে, যা জাতির সঙ্গে তামাশার শামিল।
Advertisement
সোমবার ইসলামী আন্দোলনের কলাবাগান থানার উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের সময় তিনি এসব কথা বলেন।
ইমতিয়াজ আলম বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বেশি বেশি নামাজসহ নফল ইবাদত করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর দক্ষিণের জয়েন্ট-সেক্রেটারি আব্দুল আউয়াল, মাওলানা কামাল হুসাইন, কলাবাগান থানা সভাপতি বি এম মহিউদ্দিন, সেক্রেটারি রেজাউল করীম রাজু প্রমুখ।
Advertisement
এছাড়াও চকবাজার, হাজারীবাগসহ বিভিন্ন থানায় ইসলামী আন্দোলনের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।
এমএফ/এমএস