আন্তর্জাতিক

করোনায় যুক্তরাজ্যে আরও ১৮০ জনের মৃত্যু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪১৫ জনে।

Advertisement

এদিন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ইংল্যান্ডে ১৫৯ জন, ওয়েলসে ১৪, স্কটল্যান্ডে ছয় ও নর্দার্ন আয়ারল্যান্ডে একজন।

যুক্তরাজ্যে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি হিসাবে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, যুক্তরাজ্যে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা ২০ লাখের বেশি। কারণ, সরকার শুধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রোগীদেরই টেস্ট করাচ্ছে।

ওয়েলসের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১০ জন। স্কটল্যান্ডে ১৭৯ আর নর্দার্ন আয়ারল্যান্ডে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২৩ জন। ইংল্যান্ড কর্তৃপক্ষও এখনও দৈনিক আক্রান্তের সংখ্যা প্রকাশ করেনি।

Advertisement

সূত্র: ডেইলি মেইলকেএএ/