করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন হেফাজতে ইসলামের আমির ও আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
Advertisement
সোমবার (৩০ মার্চ) দুপুর ২টায় হেফাজতে ইসলামের আমিরের কার্যালয়ে হাটহাজারী মাদরাসার ছাত্র-শিক্ষকদের উপস্থিতিতে বিশেষ এ দোয়া করা হয়। দারুল উলুম হাটহাজারী মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে এ দোয়া সরাসরি সম্প্রচার করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাতে দেশ-বিদেশের শত শত মানুষ ফেসবুক লাইভে যুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ আনাস মাদানি।
বিশেষ দোয়া ও মোনাজাতে আল্লামা শাহ আহমদ শফী বলেন, হে আল্লাহ, পুরো বিশ্ব থেকে করোনাভাইরাস উঠিয়ে নাও। গজব ও সব ধরনের বিপদ, বালা-মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আমাদের সবাইকে সুস্থতা দান করো। আমাদের সব গুনাহ মাফ করে দাও। আমাদের সব সমস্যা সমাধান করে দাও, সব বিপদ দূর করে দাও।
এএম/এমএস
Advertisement