কানাডিয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রচার মাধ্যম অনেক বেশি আতঙ্ক সৃষ্টি করেছে। বাস্তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। সোমবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে বৈঠককালে কানাডার হাইকমিশনার বিনোয়েট পাইরি লারামি একথা বলেন।একই সঙ্গে তিনি বলেন, আমরা খুবই স্বাভাবিক পরিস্থিতিতেই আছি। তিনি দেশে বিদেশিদের নিরাপত্তা বিধানে সরকারের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেন।এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যার জন্য সতর্কতা জারির প্রয়োজন হতে পারে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিমান মন্ত্রী বলেন, এতে বাংলাদেশের পর্যটন শিল্পসহ সার্বিক অর্থনীতির ক্ষতি হবে। রাশেদ খান মেনন বলেন, যে সময় যুক্তরাজ্য বাংলাদেশ সফরে এলার্ট জারি করেছে, একই সময়ে যুক্তরাজ্যের উচ্চপর্যায়ের বাণিজ্যিক প্রতিনিধিদল আমার সঙ্গে বৈঠক করেছে। বিষয়টি দেশবাসী বুঝতে পারছে।এর আগে একটি বৃটিশ বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।আরএম/এমএএস/পিআর
Advertisement