জাতীয়

ডিএনসিসির ২১ লাখ বর্গফুট এলাকায় জীবাণুনাশক স্প্রে

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ লাখ বর্গফুট এলাকাজুড়ে এক লাখ ৪০ হাজার লিটার তরল জীবাণুনাশক স্প্রে করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

Advertisement

সোমবার (৩০ মার্চ) ডিএনসিসির ৯টি গাড়ির মাধ্যমে ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক এক লাখ ৪০ হাজার লিটার তরল ২১ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়েছে।

এছাড়া প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে, মসজিদের সামনে মশক নিধনকর্মীগণ হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের মাধ্যমে তরল জীবাণুনাশক স্প্রে করেছে।

অন্যদিকে ইউএনডিপির সহায়তায় ডিএনসিসির অধীনে প্রান্তিক জনগণের জীবন মান উন্নয়ন প্রকল্প প্রজেক্টের আওতায় চার বস্তির (কড়াইল, ভাষানটেক, বাউনিয়া বাঁধ ও ধামালকোট) ৬৪ স্থানে হাত ধোয়া কর্মসসূচি পরিচালনা করা হয়েছে।

Advertisement

এএস/এএইচ/এমএস