করোনার প্রভাবে দেশের খেটে খাওয়া দুস্থ ও অনাহারীদের পাশে দাঁড়িয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)। সংস্থাটির উদ্যোগে ‘করোনায় স্বেচ্ছাসেবী’ নামে দুর্যোগকালীন স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ছয়টি জেলার প্রায় ২৪০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।
Advertisement
সোমবার ‘করোনায় স্বেচ্ছাসেবী’দের পক্ষ থেকে ঢাকার সাভারে ২৫টি পরিবার, উত্তরায় ২৫, মেহেরপুরে ১০০, খুলনার ৩০, কুড়িগ্রামে ৩০, চুয়াডাঙ্গায় ৮ ও সাতক্ষীরায় ৩টি দিনমজুর, রিকশা চালক ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব পরিবারকে এক সপ্তাহের চাল, ডাল, তেল, আলু, লবণ পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া কিছু পরিবারে মাস্ক ও সাবান দিয়ে সহায়তা করেছে তারা।
এসব পরিবারকে সহযোগিতার জন্য সিসিএস-সিওয়াইবির ‘করোনায় স্বেচ্ছাসেী’দের সঙ্গে পাশে দাঁড়িয়েছে অনলাইন শপিংমল ‘ইভ্যালি’ ও ‘ব্র্যান্ড বাই.এক্সওয়াইজেড’। এছাড়া সমাজের বিত্তবান মানুষও ‘করোনায় স্বেচ্ছাসেবী’দের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সিসিএস এর পক্ষ থেকে বলা হয় ‘দেশের সব মানুষ এখন ঘরে অবস্থান করছেন। হতদরিদ্ররা এখন অসহায় হয়ে পড়েছেন। এখন আমাদের উচিত তাদের মুখে দু’মুঠো খাবার তুলে দেয়া। আমরা দেশব্যাপী অনেকের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তবে সাধ্য খুবই সীমিত। আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানাই আপনারা আমাদের সঙ্গে অংশ নিন।’
Advertisement
উল্লেখ্য, ‘করোনায় স্বেচ্ছাসেবী’ হতদরিদ্রদের পাশে দাঁড়াতে দেশের সব জেলাকে ১৪টি অঞ্চলে বিভক্ত করে কার্যক্রম চালাচ্ছে। প্রতিটি অঞ্চলে সমন্বয়কারীর মাধ্যমে জেলা ও উপজেলায় স্বেচ্ছাসেবীদের দিয়ে অসহায় পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। প্রতিটি পরিবারে ৫০০ টাকায় এক সপ্তাহের খাবার দেয়া হচ্ছে। ‘করোনায় স্বেচ্ছাসেবী’দের বিকাশের মাধ্যমে (০১৯১৮৭৯৩৪৫৬ ও ০১৭২৩৬৩৬৩৪৪, পারসোনাল) সহযোগিতা করা যাবে।
এসআই/এমএফ/জেআইএম