আন্তর্জাতিক

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এবার ‘করোনা বিস্ফোরণের’ শঙ্কা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু নতুন নয়। তবে দেশটিতে এবার ব্যাপক হারে প্রাণহানি ঘটাতে পারে করোনাভাইরাস। হামলা-সংঘর্ষে সেখানকার অনেক অঞ্চলের হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। এর মধ্যেই শুরু হয়েছে করোনার হানা।

Advertisement

ইতোমধ্যেই দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও সেটি কোথায় হয়েছে তা পরিষ্কার করেনি।

সরকারি হিসাবে, সিরিয়ায় এ পর্যন্ত নয়জনের শরীরে নভেল করোনাভাইরাস ধরা পড়েছে। তবে পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর দাবি, দেশটিতে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলেই আক্রান্তের সংখ্যা কয়েকশ’ ছাড়িয়ে গেছে।

করোনার বিস্তার ঠেকাতে সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে সিরিয়া। তবে জাতিসংঘ বলছে, গত নয় বছর ধরে চলমান যুদ্ধে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শুধু ইদলিব প্রদেশেই কয়েক লাখ গৃহহীন মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাদের মধ্যে করোনার সংক্রমণ শুরু হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

Advertisement

এছাড়া, সিরিয়ার বিভিন্ন পবিত্রস্থানে শিয়া মুসলিম তীর্থযাত্রীদের আনাগোনা এবং ইরাক থেরে সরকারপন্থী যোদ্ধাদের আগমন অব্যাহত থাকা দেশটিতে মহামারির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কম হলেও খুব অল্প সময়েই মধ্যেই এই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বিবিসি, আল জাজিরাকেএএ/